Website Logo
homeangleপৃষ্ঠাসমূহ angleরিফান্ড পলিসি

রিফান্ড পলিসি

কোর্স কেনার পূর্বে আমাদের রিফান্ড পলিসি ভালোভাবে পড়ে নিন, যেন আপনি সব শর্ত সঠিকভাবে বুঝে নিতে পারেন।

রিফান্ডের জন্য অনুরোধের সময়সীমা

কোর্স কেনার পর ৭ দিনের মধ্যে রিফান্ডের জন্য অনুরোধ করতে হবে। ৭ দিন পর রিফান্ডের জন্য আবেদন গ্রহণযোগ্য হবে না।

কে/কারা রিফান্ড যোগ্য হতে পারবেন?

রিফান্ডের জন্য আবেদন করতে হলে, আপনাকে কোর্সের ২০% বা তার কম অংশ সম্পন্ন করতে হবে

যদি আপনি কোর্সের ২০% এর বেশি সম্পন্ন করেন, তবে আপনি রিফান্ড পাওয়ার যোগ্য হবেন না

রিফান্ড প্রক্রিয়া

রিফান্ড চাইলে আমাদের কাস্টমার সাপোর্ট টিমকে ইমেল করুন অথবা ওয়েবসাইটের কন্টাক্ট ফর্ম পূরণ করে অনুরোধ পাঠাতে হবে।

আপনার অনুরোধ পর্যালোচনা করে ৭ কার্যদিবসের মধ্যে আমরা রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করবো।

(অনুরোধ পাঠানোর সময়ে আপনার কোর্স রেজিষ্ট্রেশন এর সকল তথ্য দিতে হবে)

ব্যতিক্রম সমূহ / যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়?

বিশেষ অফার, ডিসকাউন্টেড কোর্স এবং কিছু নির্দিষ্ট কোর্স রিফান্ডের আওতায় থাকবে না।

এসব ক্ষেত্রে কোর্সের বিস্তারিত তথ্যের নিচে রিফান্ড না পাওয়ার বিষয়টি স্পষ্টভাবে লেখা থাকবে

chat

স্বত্ব © 2025 আইসিটিবাংলা. কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Trade licence Number TRAD/DNCC/002367/2024